KAMALA HARRIS

প্রার্থী হতে প্রচারে নামছেন হ্যারিস

আন্তর্জাতিক

বিদায়ের সময় কমলা হ্যারিসকেই পছন্দের প্রার্থী বলে ঘোষণা করেছিল রাষ্ট্রপতি জো বাইডেন। ডেমোক্র্যাটদের অধিকাংশের সমর্থন তাঁর সঙ্গেই রয়েছে বলে মত মার্কিন সংবাদমাধ্যমের। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী হতে মঙ্গলবার রাতেই মিলোয়াকি থেকে প্রচারে নামছেন উপরাষ্ট্রপতি হ্যারিস। 
রিপাবলিকান রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনই ছিলেন প্রথমে প্রার্থী। কিন্তু পরপর একাধিক ঘটনায় বাইডেনের বক্তব্যে শঙ্কা ছড়ায় ডেমোক্র্যাট শিবিরে। সরে যাওয়ার ইচ্ছে না থাকলেও প্রার্থীপদ ছাড়তে হয় বাইডেনকে। এরপরই হ্যারিসের প্রার্থীপদ ঘিরে আলোচনা জোরালো হয়। তবে আগে ডেমোক্র্যাটদের সমর্থনে তাঁকে প্রার্থী হতে হবে। তার জন্যই শুরু করছেন প্রচার।
হ্যারিসের প্রার্থীপদে সাড়া দিয়ে বিভিন্ন অংশ প্রচার তহবিলে অর্থও দিতে শুরু করেছে। তবে ডেমোক্র্যাটদের অন্তত ১৯৭৬ প্রতিনিধির সমর্থন দরকার হ্যারিসের। তা নিশ্চিত হলে তিনিই হবেন আমেরিকায় প্রথম এশিয়ান বংশোদ্ভূত রাষ্ট্রপতি পদপ্রার্থী। 
তবে এর পরের লড়াই আরও কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতদিন ট্রাম্পের উগ্র দক্ষিণপন্থী আক্রমণের সামনে পড়ছিলেন বাইডেন। সরাসরি হ্যারিসকে মোকাবিলা করতে হয়নি। এই পরীক্ষায় তাঁর ভূমিকা কী হয় তার ওপর নির্ভর করছে চূড়ান্ত সাফল্য।

Comments :0

Login to leave a comment