Kerala Chancellor Bill

আচার্য পদে শিক্ষাবিদরাই, বিল আসছে কেরালায়

জাতীয়

Kerala Chancellor Bill

শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিই কেবল বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে পারবেন। এই মর্মে এবার বিধানসভায় বিল পেশ করেছে কেরালার বাম গণতান্ত্রিক সরকার। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা অধিবেশন। 

এর আগে একই বয়ানে অর্ডিন্যান্স জারির সিদ্ধান্ত নিয়েছিল কেরালা মন্ত্রীসভা। আগের আইন অনুযায়ী পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য রাজ্যপাল। রাজ্যে কেন্দ্র নিযুক্ত রাজ্যপাল আরিফ মহম্মদ খান। একের পর এক ঘটনায় রাজ্যপাল বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের সমালোচনা করে চলেছেন প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নকে ব্যক্তিগত আক্রমণও করেছেন। 

কিছুক্ষেত্রে প্ররোচনা তৈরির অভিযোগও উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। কিন্তু উচ্চ শিক্ষাক্ষেত্রে তাঁর ভূমিকায় ক্ষোভ সবচেয়ে বেশি। রাজ্যের নির্বাচিত সরকারকে এড়িয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরাসরি নির্দেশিকা জারি করে চলেছেন তিনি। উচ্চশিক্ষায় জটিলতা গুরুতর হওয়ায় উদ্বেগ জানায় শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন অংশ।

Comments :0

Login to leave a comment