জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের আহবানে সাড়া দিয়ে বিচারের দাবিতে পরস্পরকে রাখি পরিয়ে, রাখি বন্ধনকে প্রতিবাদী রূপ দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। বিচারের দাবি সম্বলিত রাখি পড়ানোর পাশাপাশি বিক্ষোভ মিছিল সংগঠিত করলেন তাঁরা। আর জি কর হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিলে স্লোগান উঠলো, ‘নাটক ছেড়ে বিচার করো অপরাধীদের মাথা ধরো’। আরজি করের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টার বিরুদ্ধে এবং আরজিকর হাসপাতালে পুলিশকে নিষ্ক্রিয় রেখে দুষ্কৃতীদের তান্ডব ও ভাঙচুরকে সাহায্য করার ১৪ আগস্ট রাত বারোটার পরের ঘটনার প্রতিবাদ করা হয় মিছিল থেকে। চিকিৎসা পরিষেবাকে চালু রেখেই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি চলছে।
Sagore Dutta Medical College
রাখি বন্ধনকে প্রতিবাদী রূপ দিল সাগর দত্ত
×
Comments :0