রবিবার ইপিএলে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। এনফিল্ডে টটেনহ্যামের বিরুদ্ধে ১পয়েন্ট পেলেই ইপিএলের শিরোপা উঠবে লিভারপুলের হাতে। বর্তমানে ৩৩ম্যাচে ৭৯তে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল পিছিয়ে রয়েছে ১২পয়েন্টে। তাদের পয়েন্ট ৬৭। সেক্ষেত্রে এই ম্যাচ থেকে ১পয়েন্ট পেলেই ৮০তে পৌঁছে যাবে তারা। এরপর বাকি চারটি ম্যাচে আর্সেনাল জয়ী এবং লিভারপুল পরাজিত হলেও আর্সেনালের মোট পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৭৯। ফলে ১পয়েন্টের ব্যবধানে শিরোপা উঠবে লিভারপুলের হাতেই। এই নিয়ে মোট ২০বার শিরোপা জিতবে তারা। ফুটবল লিগ ফার্স্ট ডিভিশন জিতেছিল লিভারপুল মোট ১৯বার। ১৯৯০ থেকে প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর প্রায় ৩০বছর পর ২০১৯সালে যুর্গেন ক্লপের হাত ধরে শিরোপা জিতেছিল লিভারপুল। এবার সেই ইতিহাসের পাতা এবং লিভারপুল সমর্থকদের হৃদয়ে চিরতরে নিজের নাম খোদাই করতে চান আর্নে স্লট। রবিবারের মার্সিসাইডের রাতটা হয়ত লিভারপুল সমর্থকদের জন্য মায়াবী রাত হতে চলেছে। রবিবার রাতে হয়তো লিভারপুলের কোনো সমর্থকই আর একা হাঁটবেননা। খেলা শুরু রাত ৯টায়। ওই একই সময়ে এফএ কাপের দ্বিতীয় সেমিতে নামবে ম্যান সিটি ও নটিংহ্যাম ফরেস্ট। এছাড়াও ভারতীয় সময় রাত ২:৩০টেয় মেসির ইন্টার মায়ামি খেলবে এফসি ডালাসের বিরুদ্ধে।
Comments :0