LEFT STUDENTS ON SIR

পরিযায়ী, বাইরে পাঠরতদের নাম যেন থাকে তালিকায়, সিইও দপ্তরে বাম ছাত্ররা

রাজ্য কলকাতা

রাজ্যের তরুণতম অংশ ও  ছাত্র ভোটারদের কোনও ভাবেই ভোটদানের গণতান্ত্রিক অধিকার থেকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার মনোভাব না রেখে, কোনও রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে সকলের ভোটাধিকার রক্ষা করার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। এই দাবি জানিয়ে পাঁচটি বাম ছাত্র সংগঠন ডেপুটেশন দিয়েছে রাজ্য নির্বাচনের কমিশনে। 
বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এসআইআরের কাজের জন্য ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাও করেন এসএফআই, এআইএসএফ, আইসা, পিএসইউ এবং এআইএসবির প্রতিনিধিদল। এদিন প্রতিনিধি দলে ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখার্জি, পিএসইউ’র রাজ্য সভাপতি কৌশিক ভৌমিক, এআইএসএফ’র রাজ্য সভাপতি সৌমেন হালদার, আইসার রাজ্য সভাপতি ঋতম মাঝি। 


রাজ্যজুড়ে কাজ চলছে এসআইআর’র। দেখা গিয়েছে নতুন প্রজন্মের ভোটাররাও নথিপত্র সংক্রান্ত বেশ কিছু সমস্যায় পড়ছেন। তার মধ্যে একদিকে রয়েছে পরিযায়ী সমস্যা। রাজ্য সরকারের ব্যর্থতায় একাধিক ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়েই বাইরে চলে গেছে। আবার বহু মেধাবী ছাত্রছাত্রী রাজ্য এমনকি দেশের বাইরেও উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য চলে গেছেন। আবার রাজ্যের বন্যাকবলিত বা ভাঙন প্রবণ এলাকার ছাত্রছাত্রীদের বহু প্রয়োজনীয় নথি নষ্ট হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে। ফলে নথি নিয়ে সমস্যায় পড়েছে ভোটারদের তরুণতম অংশ। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলি। 
সর্বোপরি, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ বিএলও হিসাবে যুক্ত। ফলে যে সকল স্কুলে অপর্যাপ্ত শিক্ষক রয়েছেন সেই সকল স্কুলের পঠনপাঠন খুব স্বাভাভবিকভাবেই ব্যহত হচ্ছে। আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে  শিক্ষক শিক্ষিকাদের স্কুলে না গিয়ে বিএলও’র কাজ করতে মৌখিক নির্দেশ দিচ্ছেন বিডিওরা। তাঁদের এমন ভাবে সারা দিন যাবৎ এই কাজে আটকে রাখা হচ্ছে। ফলে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা বলে অভিযোগ ছাত্রসংগঠনগুলি।
এদিন প্রতিনিধিরা দীর্ঘক্ষণ আলোচনা করেন মুখ্য নির্বাচনী আধকারিকের সঙ্গে। আলোচনার পর সাংবাদিক বৈঠকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানান, "এসআইআরের কাজ করতে গিয়ে কোনও প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে তা কমিশনকে দেখতে হবে। এসআইআর'র অসাংবিধানিক প্রয়োগে যেন রাজ্যের নতুন ভোটার, ছাত্র ভোটার অথবা তরুণতম অংশের ভোটারদের ভোট দেওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া না হয়। যে সকল ছাত্রছাত্রী বর্ডার এলাকায় থাকে, দুর্যোগ প্রবণ এলাকায় থাকে, যাদের পরিযায়ী হতে হয়েছে রাজ্যের তৃণমূল সরকারের ব্যর্থতা এবং দুর্নীতির কারণে।" 
মুখ্য নির্বাচনী আধিকারিক যে সকল পদক্ষেপ ইতিমধ্যেই করেছেন তা জানিয়েছেন। এরপরও আগামী দিনে যদি ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয় তাহলে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি আন্দোলনের পথে নামবেন বলেও জানিয়েছে তারা।

Comments :0

Login to leave a comment