ক্লাস সেভেনে পাঠ্য এনসিইআরটি’র বইয়ে মুঘল এবং দিল্লির সুলতানদের প্রসঙ্গ আর রাখাই হচ্ছে না। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যবইয়ে এমন পরিবর্তন করেছে এনসিইআরটি।
নতুন বইয়ে আনা হচ্ছে ‘মহাকুম্ভের ইতিহাস’। প্রাচীন যুগের আরও কিছু রাজত্ব আনা হয়েছে সিলেবাসে।
নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে চালু প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও‘, ‘মেক ইন ইন্ডিয়া’ থাকছে নতুন বইয়ে।
সংবাদসংস্থার প্রশ্নে এনসিআরটি’আধিকারিকরা জানিয়েছেন যে এই অংশ সপ্তম শ্রেণির বইয়ের প্রথম ভাগে থাকছে। তবে দ্বিতীয় ভাগে মুঘল সাম্রাজ্য বা সুলতানি আমল আর ফিরবে কিনা জানাননি।
এনসিইআরটিট যদিও ধারাবাহিক ভাবেই মধ্যযুগের ইতিহাসের বিভিন্ন অংশ ছেঁটে চলেছে। তুঘলক, খলজি, মামলুক বা লোধি সাম্রাজ্যের বিশদ ইতিহাস বাদ গিয়েছে আগেই। এবার মুঘল ও সুলতানি আমল সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে পুরোপুরি বাদ পড়ছে।
Mughal NCERT
মুঘল সাম্রাজ্য বাদ এনসিইআরটি’র পাঠ্যবইয়ে

×
Comments :0