NATUNPATA : STORY : QUIZ : SOURISH MISHRA : 22 SEPTEMBER 2024, SUNDAY

নতুনপাতা : গল্প : ক্যুইজ : সৌরীশ মিশ্র : ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  STORY  QUIZ  SOURISH MISHRA  22 SEPTEMBER 2024 SUNDAY

নতুনপাতা : গল্প

ক্যুইজ

সৌরীশ মিশ্র


"বাপি, কাজ করছো?"
ড্রইংরুমে ঢুকে ওর বাবাকে সোফায় বসে একটা ফাইলে কি সব লিখতে দেখে কথাটা বলল টুকিস।
আজ রবিবার। এখন প্রায় সকাল দশটা। ছুটির দিন আজ। কিন্তু, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে কর্মরত টুকিসের বাবা সুধাংশুবাবুকে অফিসের কাজ করতে হচ্ছে আজও। গতকাল অফিসে বেশ কিছু ফাইল দেখা, রয়ে গিয়েছিল। সেগুলোই জলখাবার খেয়ে, নিয়ে বসেছিলেন তিনি। তখুনি, ঘরে ঢুকল তাঁর বারো বছরের কন্যা।
ফাইল থেকে মুখ তুলে সুধাংশুবাবু দেখলেন মেয়ের হাতে একটা ম্যাগাজিন। এই ম্যাগাজিনটা একটা ছোটদের পত্রিকা। টুকিসের জন্যই রাখেন তিনি সেটা বাড়িতে।
"কাজ তো করছি, কিন্তু কেন রে? কিছু বলবি?"
"হ্যাঁ বাপি।"
"তো বল্ না।"
"বাপি, দ্যাখো এই প্রশ্নটা।" ম্যাগাজিনের কয়েকটা পাতা ঝটপট উল্টে একটা পাতা বের করে সুধাংশুবাবুর চোখের সামনে ধরে বলে টুকিস।
সুধাংশুবাবু দেখেন একটা ক্যুইজ কলাম দেখাচ্ছে তাঁর মেয়ে। এই কলামটা আগেও লক্ষ্য করেছেন তিনি। বেশ ইন্টারেস্টিং কলাম। প্রতি সংখ্যায় একটা প্রশ্ন থাকে পাঠক-পাঠিকাদের জন্য। সেই প্রশ্নের সঠিক উত্তর ই-মেল করে পাঠাতে হয় পত্রিকা দপ্তরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়। 
"বাপি, প্রশ্নটা পড়েছো?"
"নারে, এখনো পড়িনি। এইবার পড়বো।" বলেই প্রশ্নটা পড়তে শুরু করেন সুধাংশুবাবু।
প্রশ্নটা এইরকম: 'সীতার বনবাস', 'ঋজুপাঠ', 'শকুন্তলা', 'চরিতাবলী', 'কথামালা', 'বোধোদয়' এবং 'বর্ণপরিচয়'- এই অক্ষয় কীর্তিগুলি কোন্ বাঙালি মনীষীর?
সুধাংশুবাবুর বুঝতে অসুবিধা হয়না কোন্ চিরস্মরণীয় মানুষটির কথা বলা হচ্ছে এখানে।
"প্রশ্নটার উত্তরটা আমি জানি বাপি।"
"জানিস? বল্ তো দেখি।"
"ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না বাপি?"
"এক্কেবারে ঠিক বলেছিস রে। তা, উত্তরটা তুই জানতিস, না গুগল সার্চ করে পেলি।"
"না, না। আমি জানতাম। আগের আগের বছর বইমেলা থেকে ওনার একটি জীবনী কিনে দিলে না তুমি!"
"ও, তাই তো।"
"এই সেপ্টেম্বরেই তো ওঁর জন্মদিন, না বাপি?"
" হ্যাঁরে। তা, উত্তরটা পাঠাবি না পত্রিকা দপ্তরে?"
"পাঠাবো তো। তুমি তো এখন অফিসের কাজ করছো। সেটা শেষ হয়ে যাক। তারপর তোমার ল্যাপটপ থেকে পাঠাবো।"
"আরে, অফিসের কাজ তো চলতেই থাকবে। তোর কাজ সবসময় আমার কাছে সবকিছুর চেয়ে সবচাইতে বেশি ইমপরট্যান্ট, বুঝলি? যা, এক্ষুনি বেডরুম থেকে আমার ল্যাপটপটা নিয়ে আয়।"
টুকিস ওর বাবার দিকে তাকিয়ে মিষ্টি হেসে, এক ছুট লাগায় ওদের শোওয়ার ঘরের দিকে।

Comments :0

Login to leave a comment