Mamata Anubrata

কেষ্ট আর মুখ্যমন্ত্রী প্রায় একই সময়ে দেবেন বীরভূমে পা! জোর জল্পনা

রাজ্য

জেল থেকে মুক্তি পেয়ে মুখ্যমন্ত্রীর স্নেহের কেষ্ট জেলায় ফিরবেন সোমবার অথবা মঙ্গলবার। আর সোমবার রাতেই সেই বীরভূমেই পা দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। আচমকা রবিবার দুপুরে স্থির হয়, মুখ্যমন্ত্রী বীরভূম আসছেন প্রশাসনিক বৈঠক করতে। একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সরকারি সফরসূচি স্থির হয়েছে! যা স্বাভাবিক নয় বলে নিশ্চিত সকলে। মুখ্যমন্ত্রীর আচমকা বীরভূম সফরের ঘোষনা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। কারোর অনুব্রত মন্ডলের জেলার ফেরার সময়ে মুখ্যমন্ত্রীরও জেলায় থাকার মধ্য অন্য নানা ইঙ্গিত দেখছেন সকলেই। 
জেলার এক প্রশাসনিক কর্তার কথায়, ‘‘হুট করে মুখ্যমন্ত্রীর এমন জেলা সফরের কর্মসূচীর মুখোমুখি পড়িনি কখনও। কি কারন বলতে পারব না।’’ জেলার তৃণমূল নেতারা কয়েক ঘন্টার ব্যবধানে মুখ্যমন্ত্রী ও জেল ফেরত কেষ্টর জেলায় পা দেওয়াকে কাকতালীয় বলে উল্লেখ করলেও তৃণমূলের জেলা কমিটির এক সদস্য অবশ্য জানিয়েছেন, ‘‘নিশ্চিতভাবেই অন্য কোনও পরিকল্পনা আছে। এমন কাকতালীয় কখনই হতে পারে না। একদিনের নোটিশে মুখ্যমন্ত্রীর জেলায় প্রশাসনিক বৈঠক আগে কোনোদিন হয়েছে কি না জানা নেই। কারন প্রশাসনকে তো প্রস্তুতির সময় দিতে হবে।’’ এই সদস্য আরও যোগ করেছেন, ‘‘হয়ত দেখবেন প্রশাসনিক সভা শেষে অনুব্রতকে ফের জেলা সভাপতির দায়িত্ব পুরোদমে পালনের নির্দেশ দিয়ে যাবেন দলনেত্রী।’’ 
তৃণমূলের বীরভূম জেলা কমিটির সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী সোমবারই জেলায় পৌছে যাবেন। মঙ্গলবার গীতাঞ্জলীতে প্রশাসনিক বৈঠক করবেন। আর অনুব্রতম মন্ডল সোমবার মুক্তি পাবেন। হয়ত ওইদিনই অথবা মঙ্গলাবার জেলায় আসবেন।’’

Comments :0

Login to leave a comment