বনাঞ্চলে আদানির বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় পরিবেশ ট্রাইবুনাল জবাবদিহি চেয়ে চিঠি পাঠালো উত্তর প্রদেশ সরকার এবং কেন্দ্রকে।
মির্জাপুর থার্মাল এনার্জি ইউপি প্রাইভেট লিমিটেড আদানি গোষ্ঠীরই অর্থে তৈরি সংস্থা। মির্জাপুরে বনাঞ্চলের মধ্যেই দেওয়াল তৈরি করছে এই বিদ্যুৎ সংস্থা। তৈরি করা হচ্ছে রাস্তা।
মির্জাপুরের জঙ্গলে বহু বিরলপ্রায় প্রাণী রয়েছে বলে সরব রয়েছেন বন্যপ্রাণ কর্মীরা। প্রকল্প ঘিরে নির্মাণের নানা কাজ শুরু হওয়ায় বন্যপ্রাণীদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। রয়েছে বহু মূল্যবান গাছ।
গত ২১ ডিসেম্বর রাজ্য সরকারের দেওয়া পরিবেশজনিত ছাড়পত্র বাতিল করেছিল। মির্জাপুরের দাদরি খুর্দ গ্রামের পাশে কয়লা ব্যবহার করে এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। ওয়েলস্পান এনার্জি প্রাইভেট লিমিটেডের নামে হবে উৎপাদন। কৃষকদের অভিযোগ জোর করে তাঁদের জমি নিজেদের নামে নথিভুক্ত করে নিচ্ছে এই সংস্থা।
ADANI POWER NGT
বনাঞ্চলে আদানির বিদ্যুৎ প্রকল্প, চিঠি জাতীয় ট্রাইবুনালের
×
Comments :0