রানাঘাটে জোড়া খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গত বৃহস্পতিবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল রূপক দাস (৩৪) ও সুমন চক্রবর্তী (৪০) নামে দুই ব্যক্তিকে।
রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায় নির্মীয়মান বাড়ির একটি ঘর থেকে দেহ দুটি উদ্ধার হয়। দুজনেরই বাড়ি রানাঘাট শহরে। জানা গিয়েছে, সুমন চক্রবর্তীর গাড়ির চালক রূপক দাস।
সুমন চক্রবর্তী জমি কেনা বেচা ও সুদে টাকা খাটানোর কাজ করতেন। তদন্ত শুরু করে মোবাইলের সিম লোকেশন অনুসন্ধান করে দীপক স্বর্ণকার নামে একজনকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। এই দীপক ওই নির্মীয়মান বাড়ির কেয়ারটেকার বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান আর্থিক লেনদেন নিয়ে কোনো গণ্ডগোল এই খুনের নেপথ্যে রয়েছে। এর পেছনে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দীপককে জিজ্ঞাসাবাদ করে সুমনের মোবাইল আংটি সহ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ও চেষ্টা চলছে। ধৃতকে এদিন আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে।
Comments :0