PROBANDHYA | MAITY | EDUCATION | NATUNPATA | 22 JANUARY 2026 | 3rd YEAR

প্রবন্ধ | আকাশ বিশ্বাস | শিক্ষা কি? শিক্ষা কেন? | মুক্তধারা | ২০২৬ জানুয়ারি ২২ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

PROBANDHYA   MAITY  EDUCATION  NATUNPATA  22 JANUARY 2026  3rd YEAR

প্রবন্ধ 

মুক্তধারা 

শিক্ষা কি? শিক্ষা কেন?

আকাশ বিশ্বাস 

২০২৬ জানুয়ারি ২২ | বর্ষ ৩

শিক্ষা কি?

বিবেকানন্দের মতে, মানুষের ভিতরে সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই হলো শিক্ষা।
রবীন্দ্রনাথের মতে, পূর্ণ মানুষ তৈরি করার পদ্ধতি হলো শিক্ষা।

শিক্ষার কি কোনো বিষয় হয়?

শিক্ষার কোনো বিষয় হয় না। তুমি যা শিখবে সেটাই শিক্ষা এবং তোমাকে যে  শেখাবে সেই শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষা মানেই সাতটা বিষয়ে আবদ্ধ থাকা নয়। নাচ, গান,আবৃত্তি , খেলাধুলা, এগুলোও শিক্ষার একটি অংশ।

শিক্ষা সম্বন্ধে কুসংস্কার–

প্রত্যেক বাড়িতে এখনো দেখা যায় নাচ,গান, আঁকা আবৃত্তি,খেলাধুলা প্রভৃতি বিষয়কে তাচ্ছিল্য করা হচ্ছে।
দেখা যাচ্ছে সেই বাড়ির অভিভাবক রসায়ন বা পদার্থবিদ্যা স্নাতক। গণিত পদার্থবিদ্যা বা রসায়নে স্নাতক হতে হবে। সে যদি নাচ বা গান নিয়ে বিশ্বভারতীতে এম এ করতে চায় তাহলে তার উপর অত্যাচার করে স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়। এটাই ভারত বর্ষ, এটাই পৃথিবী। সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এ কারা হবে? কে আপনাকে গান গেয়ে, অভিনয় করে আনন্দ দেবে? বাড়ির অভিভাবক রেডিওতে যে সাংবাদিকের কথা শোনেন তিনিও কিন্তু বাংলায় এম এ বা স্নাতক।‌ আবার আরেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে যে ছেলেরা নাচ শিখলে মেয়ে হয়ে যাবে এবং মেয়েরা নাচ বা গান শিখলে শ্বশুরবাড়িতে মেনে নেবে না। যারা এ ভাবনা ভাবেন তাদেরকে  আমি ধিক্কার জানাই।

আসুন না আমরা সমস্ত কুসংস্কার ভুলে গিয়ে নতুন করে শুরু করি। নাচ করলে  শ্বশুরবাড়ি মানবে না?  সে শ্বশুরবাড়িতে মেয়ের বিয়ে দেবেন না । আবার একবার ছেলেদের নাচ শিখিয়ে দেখুনিই না , তারা মেয়ে হয় না মিঠুন চক্রবর্তীও হয়।

মা সরস্বতী নিজেও কিন্তু একজন মেয়ে এবং সে বিদ্যা বুদ্ধি,গান, আকাঁর দেবী ।‌ তাহলে আপনারা এত ভেদাভেদ করছেন কেন?
যারা এই ভেদাভেদ করেন  তারা দয়া করে শিক্ষা কি সেটা আগে উপলব্ধি করুন। তবে আগামী প্রজন্মের কাছে প্রকৃত অর্থে শিক্ষা পৌঁছে যাবে।
 
দশম শ্রেণী 
কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা 
ডাঙাদিঘিলা, খড়বাগান,
 

Comments :0

Login to leave a comment