Pahalgam Attari

সীমান্তে চোখের জল, মা-কে ছেড়ে ওপারে শিশুরা

জাতীয়

আটারি ওয়াঘা দিয়ে ফিরছেন দু’দেশের মানুষ।

মা-কে ছেড়ে দুই শিশু সন্তানকে চলে যেতে হয়েছে সীমান্তের ওপারে, বাবার কাছে। 
সরকারি নির্দেশিকার জেরে এখন দিশেহারা সানার। বাড়ি মীরাটে। স্বামী বিলাল পাকিস্তানে চিকিৎসক।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ ভারতীয়ের মৃত্যুর পর পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছিলেন সানা। তার মাঝেই পহেলগামের হত্যাকাণ্ড। 
নির্দেশিকা অনুযায়ী পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাচ্ছিলেন সানা। কিন্তু আধিকারিকরা বাধা দেন। তাঁদের যুক্তি, সানার ভারতীয় পাসপোর্ট রয়েছে। কিন্তু শিশুদের পাকিস্তানের পাসপোর্ট। ফলে তাদের সীমান্তের ওপারে যেতে হবে। কিন্তু সানাকে ফিরতে হবে মীরাটে।
সংবাদমাধ্যমে এই মহিলা জানিয়েছেন সীমান্তে এমন সমস্যায় পড়তে দেখেছেন আরও অনেককে। শিশুরা মা-কে ছেড়ে থাকতে পারবে না, বড্ড ছোট। একথায় আধিকারিকরা নতুন নির্দেশিকার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। সীমান্তে কেবল শিশুদের নিয়ে ফেরেন তাদের বাবা।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় পাকিস্তানীদের চলে যাওয়ার পাশাপাশি ভারতীয়দের দেশে ফিরতেও বলা হয়েছে। 
গত ২২ এপ্রিল হত্যাকাণ্ডের পর ফাঁকা হয়েছিল জনপ্রিয় পর্যটনকেনদ্র পহেলগাম। গোটা কাশ্মীর জীবিকার আশঙ্কায় দিন কাটাচ্ছে। তবে রবিবার কিছু পর্যটককে দেখা গিয়েছে পহেলগামে। ঘটনাস্থল বৈসরন যদিও নিরাপত্তার কারণে এখনও আটকে রাখা হয়েছে। 
 

Comments :0

Login to leave a comment