Indian army

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান, বলল ভারত

জাতীয়

বারবার জানানো সত্বেও পাকিস্তান সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙ্গার জন্য কোন ব্যবস্থা নেয়নি। বরং তাদের আড়াল করার চেষ্টা করেছে। 
বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। 
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত। 
এদিন কেন্দ্র বলেছে যে বেছে বেছে সন্ত্রাসবাদের ঘাঁটিতেই আক্রমণ করা হয়েছে। এই পদক্ষেপ দায়িত্বপূর্ণ এবং কোনোভাবেই উস্কানিমূলক নয়। 
তবে এদিন সকালেই সেনা জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরী সেক্টরে নাগরিক এলাকায় পাকিস্তান বোমা বর্ষণ করেছে। নিরস্ত্র একাধিক নাগরিকের প্রাণ গিয়েছে। 
সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে ভারত রাষ্ট্রসঙ্ঘেও সীমান্তপার সন্ত্রাসবাদের এই বিপদ এবং পাকিস্তানের ভূমিকা নিয়ে সরব হয়েছে। 
বলা হয়েছে যে কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করতে এবং দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে এই জঘন্য বর্বর হত্যাকাণ্ড চালানো হয়েছে পহেলগামে। পরিবারের সদস্যদের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করা হয়েছে আক্রান্তদের। ভারত গোড়া থেকেই বলে আসছে যে এর পেছনে পাকিস্তানের মদত রয়েছে।

Comments :0

Login to leave a comment