QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 27 NOVEMBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২৭ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  27 NOVEMBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা ২৭ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১.  বিশ্বের কোন্  ফুটবলার রেকর্ড সংখ্যক 'ফুটবলে বিশ্ব সেরা পুরস্কার'  ব্যালন  ডি 'অর(Ballon d'or) পুরস্কার পেয়েছেন ?
২. ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন?
৩. প্রখ্যাত গণসংগীত প্রণেতা ও গীতিকার -সুরকার সলিল চৌধুরী সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৪. বিশ্বের কোন্ রাষ্ট্রে কোনো নদীও নেই, মন্দিরও নেই?
৫. স্ট্যাচু অব লিবার্টি সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬. গুজরাত, কেরালা, মহারাষ্ট্র , কর্ণাটক ও তামিলনাড়ুর সরকারি ভাষা কি কি?

সমাধান

১.  আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি রেকর্ড মোট ৮ বার বিশ্ব ফুটবলের সেরা পুরস্কার 
ব্যালন ডি' অর (Ballon d' or) পেয়েছেন।
২. কর্নেল কোত্তারি কানাকাইয়া নায়ডু (সি কে নায়ডু) ১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক ছিলেন।
৩. প্রখ্যাত গণসংগীত প্রণেতা কবি গীতিকার সুরকার গল্পকার প্রাবন্ধিক সলিল চৌধুরী (জন্ম ১৯/১১/১৯২৫) প্রায় ১২০০ সংগীত রচয়িতা, ৫৫০ টি বাংলা গান ও ৪০০ টি সিনেমার গানের সুরকার,১৩টি ভাষায় তিনি সংগীত পরিচালনা করেন ( মূলত ৪১ টি বাংলা,৭৫ টি হিন্দি,২৭ টি মালয়ালম্ ভাষায়)।
৪. সৌদি আরবে কোনো নদীও নেই, মন্দিরও নেই।
৫. আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীর তীরে লিবার্টি আইল্যান্ডে ১৫১ ফুট ১ ইঞ্চি লম্বা, ৩০৫ ফুট১ ইঞ্চি উচ্চতা, ৩৫৪ টি সিঁড়ি (২২ তলা), তামা দিয়ে তৈরি, ফ্রেডারিক অগাস্তে বারথোন্ডিছিলেন নকশাকার ও গুস্তাভ আইফেল এই স্ট্যাচুর ধাতব কাঠামো নির্মাতা। এটি ১৮৮৬ সালে আমেরিকার স্বাধীনতা স্মরণে  ফ্রান্স বন্ধুতার প্রতীক হিসেবে দান করে।
৬. গুজরাত_ গুজরাতি,কেরালা_ মালয়ালম্ ,মহারাষ্ট্র_ মারাঠি, কর্ণাটক _কন্নড় ও তামিলনাড়ু _
তামিল সরকারি ভাষা।

Comments :0

Login to leave a comment