সিপিআই (এম) কামারহাটি পৌর অঞ্চলের পাঁচটি এরিয়া কমিটির কেন্দ্রীয় ধিক্কার মিছিল হয় রবিবার। বিটি রোড এবং আরএন টেগোর রোডের সংযোগস্থল থেকে শুরু হয়ে বিটি রোড ধরে এই বিরাট মিছিলটি চলতে থাকে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কামারহাটি চারমাথার মোড়ে মিছিল সমাপ্ত হয়। সমগ্র মিছিলে ছিলেন, মানস মুখার্জি, ঝন্টু মজুমদার, প্রদীপ মজুমদার এবং অন্যান্য সিপিআই(এম) নেতৃবৃন্দ।
আরজি কর হাসপাতলে রাতে কর্তব্যরত স্নাতকোত্তর ছাত্রী ও মহিলা চিকিৎসককে ধর্ষণ ও পৈশাচিকভাবে খুনের ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের কঠিন শাস্তি দেওয়ার দাবিতে, ১৪ আগস্ট রাত বারোটার পরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে পুলিশকে নিষ্ক্রিয় রেখে দুষ্কৃতী হামলা করে আর জি কর হাসপাতালে ভাঙচুর ও তাণ্ডব, ধর্ষণ ও খুনের ঘটনার প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার চক্রান্তর তীব্র প্রতিবাদ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুকীর্তি, আরজিকর হাসপাতালে চরম নৈরাজ্য সৃষ্টি এবং লুটপাটের তদন্ত ও শাস্তির দাবি করা হয় ধিক্কার মিছিল থেকে।
মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে রাত্রে কর্তব্যরত স্নাতকোত্তর ছাত্রী ও মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার বিরুদ্ধে ধিক্কার সমাবেশ হয় রবিবার বিটি রোড - টবিন রোডের মোড়ে। ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠনের ডাকে জমায়েত বিক্ষোভ প্রদর্শন হয়। ‘ফাইট ফর জাস্টিস’ , ‘নাটক ছেড়ে বিচার করো অপরাধীদের মাথা ধরো’ ধ্বনিতে সোচ্চারিত বিক্ষোভ সভায় বলা হয়। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন হয়েছে অপরাধীদের আড়াল করতে সেই হাসপতালেই তড়িঘড়ি মৃতার ময়না তদন্ত করে মৃতার বাবা মা কে অন্ধকারে রেখে মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে আসা হয়েছে। বক্তাদের মধ্যে ছিলেন, অশোক ভট্টাচার্য, শানু রায়, রবীন্দ্র প্রসাদ, ডা: দীপ্ত জিৎ দাস, সুতপা চক্রবর্তী, বাপি নাগ, ধীমান সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি ছিলেন কিশোর গাঙ্গলি।
শনিবার রাতে আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও ছাত্ররা, নাগরিকরা এবং বিরাট সংখ্যক মহিলা পথে নামেন। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে সোচ্চারিত একটি মিছিল কালাচাঁদ স্কুল মোড় থেকে দক্ষিণেশ্বর স্টেশন মোড়ে আসে। বিবেকানন্দ সেতুর এবং স্কাইওয়াকের নিচের সংযোগস্থল ও আইল্যান্ড ঘিরে দক্ষিণেশ্বরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানানো হয়।
Comments :0