ওয়েনাডের ত্রাণে ঝাঁপিয়েছেন কেরালার বহু অংশের মানুষ। গণউদ্যোগে শামিল হয়েছেন শিল্পীরাও। যুবকর্মীদের আহ্বানে নিখিলা বিমল নেমেছেন ত্রাণ সংগ্রহে। তারই ভিডিও ব্যববাহর করে মিথ্যা প্রচারে নেমেছে আরএসএস।
সেই ভিডিও পোস্ট করে প্রচার হচ্ছে, ‘আরএসএস’র ডাকে চলছে ত্রাণ সংগ্রহ’! ভিডিও-তে আবার নরেন্দ্র মোদীর ছবিও পোস্ট করা হয়েছে। সোশাল মিডিয়ায় এই প্রচারের সমালোচনাও হচ্ছে।
এদিকে ওয়েনাডে ত্রাণের তহবিলে অর্থ দিলেন চলচ্চিত্রকার আনন্দ পটবর্ধন। কেরালায় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র উৎসবে পুরস্কার পেয়েছিলেন পটবর্ধন। সেই অর্থই তুলে দিয়েছেন ত্রাণ তহবিলে।
এই উৎসবে পটবর্ধনের তথ্যচিত্র ‘দ্যা ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি’পুরস্কৃত হয়। ২ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।
Comments :0