গুজরাটের সবচেয়ে প্রচারিত সংবাদপত্রের মালিককে গ্রেপ্তার করেছে ইডি। গ্রেপ্তারি ঘিরে প্রতিবাদ ছড়ালো বিভিন্ন অংশে।
গুজরাট সমাচারের মালিকানায় অংশীদার বাহুবলী শাহ। একটি অর্থ পাচার মামলায় অভিযুক্ত করে শাহকে গ্রেপ্তার করেছে ইডি।
বাহুবলী শাহ প্রায় পনেরোটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। গ্রেপ্তারির পাশাপাশি তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তরে তল্লাশি চালিয়েছে ইডি।
গুজারটের বহুল প্রচারিত পত্রিকা ‘গুজরাট সমাচার’-র প্রকাশক লোক প্রকাশন লিমিটেডের অন্যতম ডিরেক্টর শাহ। এই সংস্থা জিএসটিভি নামে একটি দূরদর্শন চ্যানেলও পরিচালনা করে।
গ্রেপ্তারির পর শাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিরোধী দুই দল কংগ্রেস এবং ‘আপ’।
কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, ‘‘গুজরাট সমাচারকে স্তব্ধ করার প্রয়াসই কেবল নয়, এই গ্রেপ্তারি গণতন্ত্রকে দমন করার চেষ্টা। কোনও সংবাদপত্র ক্ষমতাসীনদের নিয়ে প্রশ্ন তোলায় যকণ তার পরিচালককে গ্রেপ্তার করা হয় তখন বুঝতে হবে গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে।’’
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল লিখেছেন, ‘‘মোদীর নেতৃত্বাধীন বিজেপি শাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছে বলেই সংবাদপত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে।
আপ-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘‘আসলে এই পদক্ষেপ বোঝাচ্ছে যে বিজেপি হতাশ। সে কারণেই কেউ প্রশ্ন করলে এবং সত্যি সামনে এলে স্বর বন্ধ করার চেষ্টা করছে।’’
Gujarat Samachar
গুজরাটে সংবাদপত্র মালিকের গ্রেপ্তারিকে ‘গণতন্ত্রের বিপদ’ বলছেন রাহুল

×
Comments :0