BOGTUI CASE EYEWITTNESS

আদালতে সাক্ষ্য নেওয়া শুরু বগটুই হত্যা মামলার

রাজ্য

বগটুইয়ে এই বাড়িতেই আগুন লাগিয়ে হত্যা করা হয়েছিল মহিলা ও শিশুদের।

বগটুই হত্যা মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে বুধবার। এদিন রামপুরহাট আদালতে এই হত্যাকাণ্ডের মধ্যে তৃণমূলের উপপ্রধান ভাদু সেখকে খুনের মামলায় সাক্ষ্য দিয়েছেন দু’জন। 
আদালতে হাজির ছিলেন সিবিআইয়ের আইনজীবি তাপস তপস্বী। তিনি জানিয়েছেন, ‘‘দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এদিন। বহু সাক্ষী আছে এই মামলায়। যাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ ও একান্ত প্রয়োজন তাঁদের বাছাই করে সাক্ষ্যগ্রহণ হবে।’’
গত ১২ জুলাই, হত্যাকাণ্ডের ২ বছর ৪ মাস পর চার্জ গঠন হয়েছে বগটুই মামলার। ২০২২ সালের ২১ মার্চ বগটুইয়ে ঘটেছিল সেই ভয়াবহ হত্যাকাণ্ড। স্থানীয় বড়শাল পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান  ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। প্রতিহিংসায় কুপিয়ে ও জীবন্ত পুড়িয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় শিশু, মহিলা সহ দশ জনকে। দু’পক্ষই তৃণমূলের। স্থানীয় কর্তৃত্ব এবং আর্থিক প্রভাব খাটানো নিয়ে লড়াই ছিল দু’পক্ষের। 
হাড় হিম করা ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় মামলা দায়ের করে দুই নাবালক সহ ২৬ জনকে গ্রেফতার করে সিবিআই। মামলা চলাকালীন দুই নাবালক জামিন পায়। অন্যতম অভিযুক্ত লালন শেখ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। গণহত্যা কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বড় লালন শেখের মৃত্যু হয় সে বছরেরই ১২ ডিসেম্বর। সিবিআই হেপাজতে ‘অস্বাভাবিক মৃত্যু’ হয় বড় লালন শেখের মৃত্যুকে।  
বগটুই কান্ডে ভাদু শেখ খুন ও তার প্রতিহিংসা জীবন্ত পুড়িয়ে মারা এই দুই মামলার মধ্যে ভাদু শেখ খুনের মামলার সাক্ষ্য গ্রহণের জন্য এদিন সিবিআই’র তরফে দু’জনকে সমন করা হয়েছিল। বৃহস্পতিবার আরও দু’জনের সাক্ষ্য নেওয়া হবে। 
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় সাক্ষী রয়েছেন ৬৩ জন। দুই মামলা মিলে সাক্ষীর সংখ্যা ১৬৩ জন। ভাদু শেখ খুনের বদলায় দশ জনকে পুড়িয়ে মারার ঘটনায় যে মামলা দায়ের হয়েছে তারও চার্জ গঠন হয়ে গিয়েছে। সেই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ ও ১৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

Comments :0

Login to leave a comment