দেশজুড়ে হুমকির শিকার হচ্ছেন জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রীরা। তাঁদের পাশে থাকতে রাজ্যে রাজ্যে হেল্পলাইন নম্বর চালু করল এসএফআই।
কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর দেশের বিভিন্ন জায়গায় ঘৃণার পরিবেশ তৈরী করা হয়েছে। বিদ্বেষ ছড়ানো হচ্ছে ধর্মের নামে। এসএফআই দেশে সমস্ত রাজ্যের হেল্পলাইন চালু করেছে। কাশ্মীরের ছাত্রদের হয়রানি বা হুমকি সম্মুখীন হলে সাহায্য করবে ছাত্রসংগঠন। সাম্প্রদায়িক ঘৃণার বিরুদ্ধে একসাথে লড়াই করার বার্তা দিয়েছে তাঁরা। এবিভিপি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলি যে ভাবে সোশাল মিডিয়াতে ঘৃণা ছড়াচ্ছে তা ভয়ানক। এই বিভেদ তাঁরা ক্যাম্পাসেও তৈরী করার চেষ্টা করবে। সেই বিভেদের বিরুদ্ধে ঐক্যের বার্তা এসএফআই'র। এসএফআই'র ফেসবুক পেজে দেশের সব রাজ্যের তাঁদের প্রতিনিধিদের ফোন নম্বর দেওয়া হয়েছে। কাশ্মীরের ছাত্রদের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ।
SFI
কাশ্মীরী ছাত্রদের পাশে এসএফআই, চালু হেল্পলাইন নম্বর

×
Comments :0