কৃষকদের ফসলের সরকারি দাম নিশ্চিত করার আইন সম্পর্কে একটিও কথা নেই। অথচ এই বাজেটই কৃষি গবেষণার নামে কর্পোরেটদের অনুদান দেওয়ার ঘোষণা করছে। রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা পেলেও কৃষকদের ঋণমকুবের সিদ্ধান্ত নেই। কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে এই বাজেট।
রাজ্যে সব গ্রামে বাজেটে প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে এই ব্যাখ্যা দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। সারা ভারত কৃষকসভা সহ শতাধিক কৃষক ও খেতমজুর সংগঠনের এই মঞ্চ শ্রমিক-মহিলা-ছাত্র-যুবকে আন্দোলনে শামিল করার আহ্বান জানিয়েছে সব স্তরে।
বাজেটেত বিরুদ্ধে এই কর্মসূচি ঘোষণা করেছেন কৃষকনেতা হান্নান মোল্লা সহ মোর্চার নেতৃবৃন্দ। মোর্চা বাজেটের হিসেব দেখিয়ে বলেছে, ৪৮.২৫ লক্ষ কোটি টাকার বাজেটে কৃষি এবং সংযুক্ত ক্ষেত্রের জন্য বরাদ্দ মাত্র ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা। যার অর্থ, বাজেটের ৩.১৫ শতাংশ কেবল বরাদ্দ হয়েছে কৃষিতে। অথচ এই ক্ষেত্রে যুক্ত বিপুল অংশের মানুষ। জনসংখ্যার ৫৮ শতাংশ এবং শ্রমশক্তির জনতার ৪৫.৭৬ শতাংশ এই ক্ষেত্রে কর্মরত।
সমানে কৃষির ক্ষেত্রে কমছে বরাদ্দ। ২০১৯-২০’তে কৃষির ভাগ ছিল ৫.৪৪ শতাংশ, ২০২০-২১ পর্বে ৫.০৮ শতাংশ, ২০২১-২২ পর্বে ছিল ৩.২৩ শতাংশ।
মোর্চা বলেছে, কৃষির উপকরণের ওপর পণ্য ও পরিষেবা কর না বসানোর দাবি জানানো হয়েছিল। বীজ, সার কৃষি যন্ত্রাণুষঙ্গ বা ট্রাক্টরের সরঞ্জামে জিএসটি তুলে নেওয়া হলে ফসল উৎপাদনের খরচ কিছুটা কমত। তা করা হলো না।
মোর্চা ক্ষোভ জানিয়েছে ব্যর্থ দুই কৃষি বিমা প্রকল্প এনডিআরএফ এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার বদলে কার্যকর প্রকল্প না আনায়। এই প্রকল্প চালানো হয় বেসরকারি আর্থিক সংস্থাগুলিকে দিয়ে। রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমে বিমা প্রকল্পের দাবি জানিয়েছিল মোর্চা।
আন্দোলনে সর্বোচ্চ ঐক্যের ডাক দিয়ে মোর্চা বলেছে, প্রতিলিপি পোড়ানোর আগে বাজেট কেন জনবিরোধী,কেন কর্পোরমুখী, ব্যাখ্যা করতে হবে জনতার কাছে। মোর্চা বলেছে, এ বাজেট কর্পোরেটর। জনতাকে, সেই সঙ্গে কৃষকদের বঞ্চিত করার বাজেট। বাতিল তিন কৃষি আইনের লষ্য ঘুরপথে প্রয়োগ করতে নেমেছে সরকার।
farmers SKM BUDGET
সব গ্রামে বাজেটের প্রতিলিপি পোড়ানোর ডাক কিসান মোর্চার
×
Comments :0