SALIM SILIGURI 5 October

তদন্তে বাধ্য করতে অভিযান ৫ অক্টোবর, বললেন সেলিম

রাজ্য জেলা

SALIM SILIGURI 5 October সোমবার শিলিগুড়িতে মহম্মদ সেলিম। রয়েছেন জীবেশ সরকার এবং সমন পাঠক।

অনিন্দিতা দত্ত, শিলিগুড়ি

চিটফান্ডনারদ ঘুষকাণ্ডের থেকে শিক্ষক নিয়োগ- কোনও দুর্নীতিতেই সিবিআইইডি তদন্তে গতি নেই। কারণ এক লুটেরা আরেক লুটেরার বিরুদ্ধে কখনই ব্যবস্থা নেয় না। আদালতের নির্দেশ সত্ত্বেও তদন্ত হচ্ছে না। তদন্তের দাবিতে ৫ অক্টোবর হবে সিজিও কমপ্লেক্স অভিযান। 

সোমবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন বুলডোজার রাজ চলবে না।  বিকল্প না করে চা-বাগান, কলোনি এলাকা থেকে মানুষকে উচ্ছেদ করা চলবে না। তিনি বলেছেন যে ‘এক দেশ এক ভাষা’ স্লোগান দেয় বিজেপি। আর এক অংশকে অন্যের বিরুদ্ধে খেপিয়ে দেয় ভোটের জন্য। উত্তরবঙ্গেও এই বিপদ রয়েছে।

সেলিম বলেছেন, ‘‘কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল, দুই শক্তিই মানুষের সম্পদ লুট করছে। এক লুটেরা আরেক লুটেরার বিরুদ্ধে কখনই ব্যবস্থা নেয় না।’’ তিনি বলেন, ‘‘ব্যবস্থা নিলে দেখা যেত বিজেপি আর তৃণমূলের মধ্যে ফারাক নেই। বিজেপি’র শুভেন্দু অধিকারী আর তৃণমূলের অভিষেক ব্যানার্জি নিজেদের আলাদা বলে নাটক করছেন। শুধু শিক্ষক নিয়োগে দুর্নীতি নয়এনবিএসটিসিবন দপ্তরদমকলপরিবহণপৌরসভা- সব জায়গাতেই দুর্নীতি হয়েছে।’’

সোমবার শিলিগুড়িতে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। তিনি বলেন, ‘‘দেশে এবং রাজ্যে বুলডোজার রাজ চলছে। কলোনি এলাকায়চা বাগানেবাঁধের ধারেরেলের জমিতেদোকানবাড়িঘরে দশকের পর দশক ধরে যাঁরা বসবাস করছেন, তাঁদেরকে উৎখাত করে সেই জমিকে লাভজনক সংস্থার কাছে বিক্রি করার চেষ্টা করা করছে কেন্দ্র ও রাজ্য দুই সরকার। বিকল্প ব্যবস্থা না করে কাউকে উৎখাত করা হলে জোরালো আন্দোলন হবে।’’ 

সেলিম বলেন, ‘‘বিকল্প ব্যবস্থা না করে কাউকে উৎখাত করা যাবে না, সুপ্রিম কোর্টেরও এমনটাই নির্দেশ রয়েছে।’’

সেলিম মনে করিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে দুর্নীতির। তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা খরচ করেছে ডিভিশন বেঞ্চে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে তদন্ত আটকাতে। কখনও আরএসএস’র সঙ্গে, কখনও দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে 

আলিপুরদুয়ারের সমবায়ে ৫০ কোটির সমবায় দুর্নীতি প্রসঙ্গে সেলিম বলেছেন‘‘ভুক্তভোগীরা কোর্টের দ্বারস্থ হওয়ায় হাইকোর্ট বলেছে তদন্ত করতে। বিজেপি’র বিধায়কসাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এক বছর ধরে ওখানকার মানুষ ভুক্তভোগী। রাজ্য পুলিশ চুপচাপ। রাজ্যের তদন্ত সংস্থা রাজ্যের শাসকদলের মুখাপেক্ষী আর কেন্দ্রীয় তদন্ত সংস্থা কেন্দ্রীয় শাসকদলের মুখাপেক্ষী।’’ 

সাংবাদিক সম্মেলনে সেলিমের সঙ্গে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য জীবেশ সরকার এবং দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক।

Comments :0

Login to leave a comment