রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী রক্তদান শিবির হলো লেকটাউন বইমেলা কমিটির উদ্যোগে। এই অনুষ্ঠানে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। অর্থ দেওয়া হয়েছে ‘গণশক্তি’এবং জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের জন্যও ।
স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে অংশ নেন বিশিষ্ট ফুটবলার ভাস্কর গাঙ্গুলি। বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হয়েছে।
লেকটাউন বইমেলা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল প্রয়াত সুভাষ চক্রবর্তীর। শনিবার লেকটাউন বইমেলা অফিসে রক্ত সংগ্রহ করেন পিপলস ব্লাড ব্যাংকের কর্মীরা। প্রায় ১২৫ জন রক্ত দেন।
গণআন্দোলনের নেতা সুভাষ চক্রবর্তীর সান্নিধ্যে থেকেছেন এমন বিশিষ্ট অনেকে যোগ দেন। রবীন দেব, ‘গণশক্তি’-র সম্পাদক শমীক লাহিড়ী, নেপাল দেব ভট্টাচার্য, সোমনাথ ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, কল্লোল মজুমদার, গার্গী চ্যাটার্জি, অধ্যাপিকা সবিতা রায়চৌধুরী ছিলেন অনুষ্ঠানে।
গণশক্তি-র জন্য লেকটাউন বইমেলার পক্ষ থেকে অর্থ তুলে দেন জহর ঘোষাল। লেকটাউন বইমেলা সুখে দুঃখে মানুষের পাশে থাকার সংকল্প নিয়ে সারা বছর স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করছে। অ্যাম্বুল্যান্স, শববাহী শকট পরিষেবা দিচ্ছে। বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণের মধ্যে দিয়ে লেকটাউন বইমেলা কমিটি চলছে।
Subhash Chakraborty Commemoration
সুভাষ চক্রবর্তী স্মরণ অনুষ্ঠানে অর্থ ‘গণশক্তি’-কে
×
Comments :0