Fire on car

চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, মৃত গাড়ির চালক

জাতীয়

চলন্ত গাড়িতে হঠাৎ বিস্ফোরণ। নিমেষে দাউ দাউ করে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে গাড়ির ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। ঘটনাস্থলেই মৃত গাড়ির চালক। গাড়িতে চালক একাই ছিলেন।

জামশেদপুরের কদমা এলাকা দিয়ে যাচ্ছিলো গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন লেগে যায়। অনেক চেষ্টা করা হলেও চালককে গাড়ি থেকে বের করে আনার সময়টুকু পাওয়া যায়নি। দমকলকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিভিয়ে ফেলা গেলো চালককে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।তাই এখনও মৃত চালকের পরিচয় জানা যায়নি। গাড়ির নম্বর প্লেট দেখে তথ্য জোগাড় করার চেষ্টা করছে স্থানীয় পুলিশ। 

Comments :0

Login to leave a comment