আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে এলেন সুজন চক্রবর্তী। শনিবার পানিহাটিতে ওই মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের বাড়িতে যান সিপিআি(এম)’র এই কেন্দ্রীয় কমিটির সদস্য। সঙ্গে ছিলেন ছাত্র যুব নেতৃবৃন্দ।
এদিনই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ হয় সোদপুর মধ্যমগ্রাম রোডে। আরজি কর হাসপাতালের সামনেও প্রতিবাদ জানিয়েছেন এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। রাজ্যের সর্বত্র হয়েছে প্রতিবাদ।
বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই মহিলা চিকিৎসক। শুক্রবার সকালে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায় এমারজেন্সির সেমিনার কষে। সারা দেঝে আঘাতের চিহ্ন মেলে ময়নাতদন্তে। প্রতিবাদের জেরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা এবং ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তবে শুক্রবারও দেহ নিয়ে পালাতে গিয়ে ছাত্র-যুবদের কড়া প্রতিবাদের মুখে পড়তে হয়েছে পুলিশকে।
এদিন পানিহাটিতে মর্মান্তিক ঘটনার শিকার এই চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে যান দীপ্সিতা ধর, অনির্বাণ ভট্টাচার্য, শুভব্রত চক্রবর্তী, দেবাঞ্জন দে সহ ছাত্র এবং যুব নেতৃবৃন্দ। পরিবারের সঙ্গে কথা বলেন সুজন চক্রবর্তী। এদিনই আরজি করের সামনে বিক্ষোভে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে বিচার না পাওয়া পর্যন্ত চলবে লড়াই।
এসএফআই ও ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, এবিটিএ’র ডাকে সোদপুর মধ্যমগ্রাম রোডে এইচবি টাউন মোড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ হয়। সোদপুর মধ্যমগ্রাম রোড যান চলাচল বন্ধ হয়ে যায়। সংক্ষিপ্ত সভা হয়।
RG KAR Sujan Chakrabarty
নিহত চিকিৎসকের বাড়িতে চক্রবর্তী, ছাত্র-যুব নেতৃবৃন্দ
×
Comments :0