আল-কায়েদা এবং তালিবান গোষ্ঠীর চার শীর্ষ নেতাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। সেক্রেটারি অফ স্টেট টনি ব্লিঙ্কেন বলেছেন যে যে বাইডেন প্রশাসন নিশ্চিত করবে যে সন্ত্রাসীরা আফগানিস্তানে নির্বিঘ্নে কাজ করতে পারবে না।
বৃহস্পতিবার যে সন্ত্রাসবাদীদের নাম ঘোষণা করা হয় তারা হল ওসামা মেহমুদ, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার আমির (AQIS), আকিস-এর ডেপুটি আমির আতিফ ইয়াহিয়া ঘোরি এবং এই গোষ্ঠীর নিয়োগ শাখার জন্য দায়িত্বপ্রাপ্ত মহাম্মদ মারুফ।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (TTP) ডেপুটি আমির ক্বারি আমজাদ, যিনি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান এবং উগ্রপন্থীদের তদারকি করেন, তারও নাম ঘোষণা করা হয়েছে।
সেপ্টেম্বর, ২০১৪ সালে প্রতিষ্ঠিত, ‘আকিস’ হল একটি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন যার লক্ষ্য একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মায়ানমার এবং বাংলাদেশের সরকারের সাথে লড়াই করা।
Comments :0