জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে এমপক্সের একটি নির্দিষ্ট স্ট্রেনকে দায়ী করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। কেরালায় এমপক্স রোগীর নমুনায় সেই স্ট্রেনই পাওয়া গিয়েছে। ভারতে এই স্ট্রেন এর আগে কারও নমুনায় পাওয়া যায়নি।
কেরালায় গত সপ্তাহেই এই রোগীর দেহে এমপক্সের জীবানু পাওয়া যায়। তবে যে স্ট্রেনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যে জরুরি অবস্থার জন্য দায়ী করেছিল, সেই ‘ক্লেড ওয়ান বি’ স্ট্রেন রয়েছে কিনা নিশ্চিত করা যায়নি।
কেরালা সরকার জানিয়েছে রোগী এখন স্থিতিশীল রয়েছেন। ৩৮ বছরের এই রোগী সংযুক্ত আরব আমিরশাহী থেকে কেরালায় আসেন।
এর আগে দিল্লিতে ছাব্বিশ বছরের এক রোগীর দেহে এমপক্সের জীবানু পাওয়া যায়। তবে তা ছিল ‘ওয়েস্ট আফ্রিকান ক্লেড টু’ স্ট্রেন।
কেরালায় এমপক্স মোকাবিলার তৎপরতা তুঙ্গে তোলা হয়েছে আগেই। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীনা জর্জ বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড এবং চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে তথ্য দিয়েছেন বিশদে।
MPOX INDIA
‘হু’ চিহ্নিত এমপক্সের স্ট্রেন মিলল ভারতে
×
Comments :0