GENERAL KNOWLEDGE — TAPAN KUMAR BAIRAGYA — SARASWATI MANY NAME — NATUNPATA — 23 JANUARY 2026 — 3rd YEAR

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য — সরস্বতীর বিভিন্ন নামের অর্থ — নতুনপাতা — ২৩ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BAIRAGYA  SARASWATI MANY NAME  NATUNPATA  23 JANUARY 2026  3rd YEAR

জানা অজানা

নতুনপাতা

সরস্বতীর বিভিন্ন নামের অর্থ
 

তপন কুমার বৈরাগ্য

২৩ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

সরস্বতী জ্ঞান,সংগীত,শিল্পকলা,প্রজ্ঞা, বিদ্যার্জনের দেবী। সরস্বতীর বিভিন্ন নাম আছে।সরস্বতীর মতন এতো নাম কোনো দেবীর নেই।তিনি আমাদের চোখে জ্ঞানের আলো
জ্বেলে দেন।তার বিভিন্ন নামের মধ্যে আছে সার্থকতা। বিদ্যাদেবী:যিনি অপরকে বিদ্যা দান করেন। সারদা:এর অর্থ বীণাবিশেষ। ইলা:বাক্য বা বাণী। শতরূপা:যিনি বহুবর্ণে বিরাজিতা।
বীণাপাণি:যার হাতেতে বীণা আছে। বীণাবাদিনী:যিনি বীণা বাজায়। হংসবাহিনী--যে দেবীর বাহন হাঁস। বাণী:কথা বা উক্তি। ভারতী: এর অর্থ বাণী, বাক্য, কথা,ভাষা।
অম্বিকা:এর অর্থ জননী,আবার কেউ কেউ বলেন দুর্গা। বাগ্দেবী:বাক্ শক্তির অধিষ্ঠাত্রী দেবী। চন্দ্রিকা--জ্যোৎস্না,আলোকদায়িনী ব্যাখ্যা। গোমতী:অযোধ্যা অঞ্চলের নদীবিশেষ।
হামসাসন:হাঁসের ভঙ্গি। সৌদামিনী:বিদ্যুৎ বা তড়িৎ। শ্বেতাম্বরা: শুভ্রবসন ধারণ করেন যিনি তিনিই তো সরস্বতী। সুভদ্রা: যিনি মহিমান্বিত এবং সৌভাগ্যবতী।
বৈষ্ণবী--বিষ্ণুর উপাসক নারী।যার মধ্যে আছে বৈষ্ণবী বিনয় এবং বৈষ্ণবী দীনতা। বসুধা:যার অর্থ পৃথিবী।  মহাশ্বেতা:পুরোপুরি সাদা মেয়ে।যিনি দেবী সরস্বতী।
হংসেশ্বরী: হাঁস যার বাহন সেই দেবী।তিনি হলেন জ্ঞানের দেবী সরস্বতী। 


 

Comments :0

Login to leave a comment