ছাগল চোর সন্দেহে ফের মারধরের অভিযোগ। এবার ঘটনাস্থল কল্যানী ৪ নং ওয়ার্ডে। জানা গিয়েছে, বেধড়ক মারধরে মৃত্যু হয়েছে তপন মন্ডল নামে এক যুবকের।
কিছুদিন যাবত গোটা রাজের কোথায় না কোথায় মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। সাধারণ মানুষের 'সুরক্ষা' নিয়ে প্রশ্ন উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই কখনও ছেলেধরা, কখনও চোর 'সন্দেহে' দলবদ্ধ মারধরের ঘটনায় মৃত্যুর ঘটনা উঠে আসছে। ফের মর্মান্তিক ঘটনা ঘটল কল্যাণীতে। এবার ছাগল চুরির সন্দেহে পিটিয়ে এবার 'খুন' কল্যাণীতে। মারধরে ঘটনায় মৃত্যু ওই যুবকের। অভিযোগ আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা না করে কল্যানী থানার পুলিশ তাকে থানাতে এনে ফেলে রেখে দেয়। এরপরই তার মৃত্যু হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নি। থানাতে নিয়ে গিয়ে রেখেছিল ঘণ্টা দুয়েক। চিকিৎসার শেষ সুযোগ টুকু পাইনি আহত যুবক। এরপর যখন সে নিস্তেজ হয়ে যায়, তখন তাকে কল্যানী জেএনএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের এই আমনবিক আচরণে হতবাক এলাকাবাসী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আহত যুবক কে মৃত বলে জানায়।
জানা যায়, কল্যানী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তপন মন্ডল(৩৫) কে বুধবার বিকালে বেঁধে রেখে মারধর করে কয়েকজন যুবক। তার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ করা হয়। যদিও পরিবারের থেকে জানা যায় তপন টোটো চালাতো।
Comments :0