বীরভূমের বক্রেশ্বর থেকে আমোদপুর যাওয়ার পথে সিউড়ি লাগোয়া করিধ্যা গ্রামের রাস্তায় বিজেপি নেতা দিলীপ ঘোষের কনভয় এক বাইক আরোহীকে ধাক্কা মারে এবং সেই বাইকে থাকা এক মহিলা পড়ে যান। জখম হন। এরপরেও দিলীপ ঘোষ এবং তাঁর কনভয় কোনও রকম খোঁজ খবর না নিয়ে, জখম মহিলার শারিরীক অবস্থা বা চিকিৎসা সংক্রান্ত কোনও সহায়তা না করে এলাকা ছেড়ে যায়। এতেই খেপে ওঠেন এলাকাবাসী। প্রতিবাদে অবরোধে সামিল হন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, দিলীপ ঘোষের কনভয়ের ধাক্কায় এক মহিলা জখম হওয়ার পরেও বিন্দুমাত্র হেলদোল চোখে পড়ে নি। বরং দুর্ঘটনার পর কনভয় গতি বাড়িয়েই এলাকা ছাড়ে। এতে ক্ষোভের আঁচ ছড়ায় এলাকায়। সিউড়ি-কড়িধ্যা রাস্তা অবরুদ্ধ করে দ্বন এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মহিলার কোনও দোষ ছিল না। তিনি রাস্তার ধার দিয়েই যাচ্ছিলেন। কিন্তু দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীর গাড়ি খুব গতিতে যাচ্ছিল। গতির কারণেই মহিলাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। আরেকজনের দাবি, মহিলার পায়ে, হাতে, কোমরে চোট লাগে। পথচলতি মানুষজন তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
Dilip Ghosh Convoy
মহিলাকে ধাক্কা মেরে চলে যায় দিলীপ ঘোষের কনভয়, প্রতিবাদে অবরোধ
×
Comments :0