‘‘গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। আমি কোন ভাবে চাই না আন্দোলনকে রাজনীতির রঙ দিতে। যারা এই আনদোলন করছে তাদের বলবো হিংসাত্মক আন্দোলন না করতে। আন্দোলন কখনও উগ্র হয় না।’’ বিকাশ ভবনে গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গ একথা বললেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘‘কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল অহিংসা পথে আন্দোলন করছে। সরকারি সম্পত্তি নষ্ট করে গেট ভেঙে আন্দোলন করলে আন্দোলনের গুরুত্ব নষ্ট হয়ে যায়। বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখতে হবে।’’ উল্লেখ্য তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আন্দোলনের নাম করে বিধানসভায় ভাঙচুর করেছিলেন।
এদিন তৃণমূল সাংসদ নীরব ছিলেন তার দলের নেতা সব্যসাচী দত্ত এবং তার অনুগামীদের ভূমিকা নিয়ে। গত বৃহস্পতিবার এসএসসি চাকরিহারারা যখন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সেখানে গেলে তাকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশের সামনেই আন্দোলনকারিদের ওপর চড়াও হব সব্যসাচীর অনুগামীরা। মারধর করা হয় তাদের। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও।
সব্যসাচী দত্তর কথায়, তার ওয়ার্ডে তাকে আটকানো হলে তার লোকেরা চুপ করে বসে থাকবে না। অভিষেক যেমন এদিন সব্যসাচীকে নিয়ে কোন কথা বলেনি, ঠিক তেমনই বিধাননগর পুলিশও তৃণমূল নেতা ও তার অনুগামীদের কোন দোষ দেখতে পায়নি। সুপ্রতিম সরকারের কথায়, ‘‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উনি কাজের জন্য বিকাশ ভবনে এসেছিলেন। তাকে প্রথম বেআইনি ভাবে আটকান আন্দোলনকারিরা। ওনাকে হেনস্তা করা হয়।’’
Abhisekh Banarjee
সব্যসাচীকে নিয়ে নীরব, আন্দোলনকারিদের অহিংস হওয়ার পরামর্শ অভিষেকের

×
Comments :0