Maharashtra politics

দেবেন্দ্রর বিরুদ্ধে মুখ খুললেন দেশমুখ

জাতীয়

উদ্ধব থ্যাকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে তার ওপর চাপ দিয়েছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, ‘‘জোট ভাঙার উদ্দেশ্যে এই কাজ করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এছাড়া বলা হয়েছিল আমার বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের যেই সব মামলা চলছে তা তুলে নেওয়া হবে।’’

দেশমুখ বলেন, ‘‘দেবেন্দ্র ফড়নবিশের সাথে আমার ফোনে কথা হয়। তিনি বলেন শরদ পাওয়ারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের না করা গেলেও উদ্ধব থ্যাকারে এবং অনিল প্রবের বিরুদ্ধে যেন মিথ্যা অভিযোগ আনা হয়।’’ দেশমুখ জানিয়েছেন সময় এলে তিনি গোটা বিষয়টি সামনে আনবেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তারকে অনিল দেশমুখের বিরুদ্ধে একাধিক প্রমান আছে। প্রয়োজনে তিনি তা সামনে আনবেন।

চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। কয়েক বছর আগে এনসিপি এবং শিব সেনা ভাঙিয়ে সরকার গঠন করেছে বিজেপি জোট। লোকসভা নির্বাচনে মারাঠা রাজ্যে ধাক্কা খেয়েছে এনডিএ।  

Comments :0

Login to leave a comment