দেশমুখ বলেন, ‘‘দেবেন্দ্র ফড়নবিশের সাথে আমার ফোনে কথা হয়। তিনি বলেন শরদ পাওয়ারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের না করা গেলেও উদ্ধব থ্যাকারে এবং অনিল প্রবের বিরুদ্ধে যেন মিথ্যা অভিযোগ আনা হয়।’’ দেশমুখ জানিয়েছেন সময় এলে তিনি গোটা বিষয়টি সামনে আনবেন।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তারকে অনিল দেশমুখের বিরুদ্ধে একাধিক প্রমান আছে। প্রয়োজনে তিনি তা সামনে আনবেন।
চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। কয়েক বছর আগে এনসিপি এবং শিব সেনা ভাঙিয়ে সরকার গঠন করেছে বিজেপি জোট। লোকসভা নির্বাচনে মারাঠা রাজ্যে ধাক্কা খেয়েছে এনডিএ।
Comments :0