Earthquake

ফের ভূমিকম্প বাংলাদেশে

আন্তর্জাতিক

গত শুক্রবার বাংলাদেশে ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অন্তত ১০ জনের মৃত্যু হয়। ছশোর বেশি মানুষ আহত হন বলে খবর পাওয়া যায়। ক্ষতিগ্রস্থ হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বসত বাড়িঘর। সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিকেলে ফের বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এদিন ভূকম্পের মাত্রা ছিলো ৩.৬, জানিয়েছে আবহাওয়া দপ্তর। কম্পনের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। স্থানীয় সময় বিকেল সৌয়া ৪টে নাগাদ ২০ সেকেন্ড ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক রুবাইয়াত কবির সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। আবাহওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পরিমাপকেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
উল্লেখ্য, বুধবার রাত ৩টা ২৯ মিনিটে থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশে  ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারের টেকনাফ শহর। রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪। সর্বশেষ এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। 
 

Comments :0

Login to leave a comment