BANGLADESH INTERIM GOVERNMENT

অন্তর্বর্তী সরকার গঠনে শপথ বাংলাদেশে

আন্তর্জাতিক

md yunus bangladesh bangladesh politics bengali news

বাংলাদেশে গঠিত হল অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশের মন্ত্রীপরিষদ বিভাগের তরফে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ কাঠামো সামনে আনা হয়েছে। 

প্রধান উপদেষ্টার পাশাপাশি আরও ১৬জন উপদেষ্টা রয়েছে সরকারে। তাঁরা হলেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মহম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকী আজম। 

 

বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে শপথ নেন তিনি। প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এদিন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুক-ই-আজম শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।
নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে প্যারিস থেকে বৃহস্পতিবারই দুপুর ২টা ১০ মিনিট ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তিনি বলেন, ‘‘গত কয়েকদিনে দেশের মধ্যে যে অস্থিরতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। অস্থীরতা তৈরিকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না।’’
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ প্রায় ৪০০ দেশ বিদেশের অতিথি ছিলেন।
শপথ নিয়েই এদিন নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস বলেন, ‘‘আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারও ওপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না।’’

Comments :0

Login to leave a comment