MAMATA BANGLADESH

মমতার মন্তব্যের প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ

জাতীয় রাজ্য আন্তর্জাতিক

bangladesh protest movement narsingdi jail break bengali news MAMATA BANERJEE

কলকাতায় ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, বাংলাদেশের সংঘর্ষে আক্রান্তদের আশ্রয় দেবে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বলেছে, মমতা ব্যানার্জির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, আমরা বাংলাদেশের লিখিত বার্তা পেয়েছি। ঢাকার তরফে মমতা ব্যানার্জির মন্তব্যে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। 

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ‘‘ অন্য কোনও দেশের পরিস্থিতি সম্পর্কে এই ধরণের মন্তব্য করার অধিকার একমাত্র কেন্দ্রের রয়েছে।’’

২১ জুলাইয়ে মমতা ব্যানার্জির মন্তব্যের পরেই ঢাকায় আলোড়ন পড়ে গিয়েছিল। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, মমতা ব্যানার্জির মন্তব্যের সঙ্গে সঙ্গে ঢাকার কূটনৈতিক মহলের তরফে নয়াদিল্লিকে নিজেদের অসন্তোষ জানানো হয়। পরবর্তীকালে লিখিত বক্তব্যও পাঠানো হয়েছে। 

রণধীর জয়সোয়াল বলেছেন, ‘‘ আমরা বাংলাদেশের তরফে এমন বিবৃতি পেয়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি, সংবিধান অনুযায়ী অন্য কোনও দেশের সম্পর্কে এই ধরণের মন্তব্য করার অধিকার কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে।’’

কলকাতার সভা থেকে যদিও মমতা ব্যানার্জি রাষ্ট্রসংঘের শরনার্থী বিষয়ক নির্দেশের উল্লেখ করেছিলেন। সেই নির্দেশ অনুযায়ী, কোনও দেশ শরনার্থীদের আশ্রয় দিতে অস্বীকার করতে পারেনা। 

ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়টি কখনোই শরনার্থী সমস্যার দিকে যায়নি। তারপরেও আগ বাড়িয়ে শরনার্থী ইস্যুকে কেন টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? 

অপরদিকে বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, বুধবার থেকে সেদেশের পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে। যদিও এখনও দেশে কার্ফু জারি রয়েছে। সরকারের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানীর খবর মিলেছে। 

 

Comments :0

Login to leave a comment