Weather

তাপমাত্রা বাড়লেও, এখনই ঠান্ডার হাত থেকে রেহাই মিলছে না রাজ্যবাসীর

রাজ্য

শীতলতম দিনের রেকর্ড থেকে বেরিয়ে বুধবার কিছুটা বাড়লো তাপমাত্রা। তবে এখনই হাড় কাঁপানো পরিস্থিতি থেকে রেহাই মিলছে না রাজ্যবাসীর এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। দক্ষিণ-পূর্ব বঙ্গসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও নিম্নচাপের জেরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া বইবে। ফলত, রাজ্যের তাপমাত্রা আরও নামবে বলে ও মনে করছেন আবহাওয়াবিদরা। 
পাশাপাশি , রাজ্যজুড়ে কুয়াশার দাপট জারী থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর সহ নদীয়ায় জারী ঘন কুয়াশার সতর্কতা। এরই সঙ্গে বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সতর্কতা ও জারি করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি সহ উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
 

Comments :0

Login to leave a comment