ANDHRA BLAST

অন্ধ্রের কারখানায় বিস্ফোরণে মৃত ৭ শ্রমিক, আহত ৩০

জাতীয়

এই কারখানাতেই হয়েছে বিস্ফোরণ।

অন্ধ্র প্রদেশের ওষুধ কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ শ্রমিক। অন্য দশ কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অনাকপল্লীর অচুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উদ্ধারকাজ চলছে। পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্স। মোট ৩০ জন আহত বলে জানা গিয়েছে।
স্থানীয়রা এদিন বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেখতে পান আগুনও। প্রাথমিকভাবে মনে করা হয়েচিল যে ওষুধ তৈরির রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয়েছে। তবে পরে জেলাশাসক বিজয়া কৃষ্ণন জানিয়েছেন রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয়নি। কাছেই হয় বিস্ফোরণ। বৈদ্যুতিন সংযোগে গোলমালের কারণে আগুন বলে মনে করা হচ্ছে। 
কর্মীদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় এনটিআর হাসপাতালে। অন্ধ্র প্রদেশের শ্রম এবং কারখানা দপ্তরের মন্ত্রী বসমসেট্টি সুভাষ জানিয়েছেন মোট ১৭ জন কর্মী আহত হয়েছেন। ৩ জন মারা গিয়েছেন। উদ্ধারকারী দল এখনও কারখানার ভেতরে পৌঁছাতে পারেনি। ঘন কালো ধোঁয়ায় চারদিক ঢেকে রয়েছে। কারখানায় এখনও কতজন আটকে রয়েছেন, স্পষ্ট নয়।

Comments :0

Login to leave a comment