চারিদিকে যখন একের পর এক আগ্নেবাস্ত্র বোমা উদ্ধার হচ্ছে সেই সময় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার বিস্তীর্ণ এলাকা থেকে উদ্ধার হওয়া ৯ টি তাজা বোমা শনিবার সফলভাবে নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড। পুলিশ সূত্রে জানা যায় দেগঙ্গা থানার বিস্তীর্ণ এলাকায় একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই ৯ টি তাজা বোমা উদ্ধার হয়েছিল।
সেই বোমা গুলো দেগঙ্গা থানায় মজুত রাখা ছিল। পাশাপাশি গত কালীপুজোর সময় উদ্ধার হওয়া ২৪ কেজি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার হয়। সবগুলি দেগঙ্গার কালিয়ানি বিলে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে সিআইডি বোম স্কোয়াড। এদিনে এই বোমা নিষ্ক্রিয় করার জন্য উপস্থিত ছিল হাবড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন ও দেগঙ্গা ব্লক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক। সিআইডি সূত্রে জানা যায় ৯টি তাজা বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করার সময় যদি কোন দুর্ঘটনা ঘটে তা নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের একটি ইঞ্জিন ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছিল।
Comments :0