Corporate Tax

কম্পানি কর ছাড়েও বাড়েনি শিল্পে লগ্নি

জাতীয়

কর্পোরেট কর থেকে নয়, ব্যক্তিগত আয়কর থেকে দেশের কর বাবদ আয় বাড়িয়ে চলেছে মোদী সরকার। দেশে কর্মসংস্থান সৃষ্টিতে কর্পোরেটের বিনিয়োগ বাড়াতে তাদের বিপুল হারে কর ছাড় দেওয়া হলেও বাড়েনি বিনিয়োগ। ফলে বাড়েনি কর্মসংস্থান।
প্রসঙ্গত, এবারেও কর্পোরেটের ক্ষেত্রে সেই কর ছাড় অব্যাহত রয়েছে। এতে ভারত সরকারের কর্পোরেট কর বাবদ আয় কমে গিয়ে ব্যক্তিগত আয়কর বাবদ আয়ের পরিমাণ বেড়ে গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কর্পোরেট  কর বাবদ সরকার যা আয় করে, তার থেকে ১৯ শতাংশ বেশি আয় করে ব্যক্তিগূ আয়কর বাবদ। কর্পোরেটকে বিনিয়োগের নামে এই কর ছাড় দেওয়া শুরু হয়েছিল পাঁচ বছর আগে। লাগাতার ছাড় দেওয়ায় কর্পেরেট কর বাবদ সরকারের আয় কমলেও তাতে কিন্তু এক টাকাও বিনিয়োগ বাড়েনি।
বাজেট সূত্রে জানা গিয়েছে, কর্পোরেট কর কমানোর ফলে সরকারের কর্পোরেট কর বাবদ আয় কমেছে বার্ষিক ১.৪৫ লক্ষ কোটি টাকা। গত পাঁচ বছর ধরেই কর্পোরেটের এই কর ছাড় প্রক্রিয়ায় সরকারের মোট আয় কমেছে ৮.৭ লক্ষ কোটি টাকা। এই কর্পোরেট কর ছাড় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। মোদী সরকারের শরিক জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা কেন্দ্রের অর্থ মন্ত্রীকে খোলা চিঠিতে বলেছেন, কর্পোরেটদের কর ছাড় মিললেও কোথায় কর্পোরেটদের বিনিয়োগ? কোথায় তাদের কর্মসংস্থান সৃষ্টি? বাজেট রিপোর্ট জানাচ্ছে, কর্পোরেট কর বাবদ বার্ষিক রাজস্ব সংগ্রহ বৃদ্ধির হার সবচেয়ে কম, তা হলো মাত্র ২.৩ শতাংশ। সেখানে ব্যক্তিগত আয়কর বাবদ বার্ষিক রাজস্ব সংগ্রহ বৃদ্ধির হার হলো ৪.৫ শতাংশ। ২০১৪-১৫ সালে কর্পোরেট কর বাবদ আয় ছিল ৪.২৮ লক্ষ কোটি টাকা। তা ২০২৪-২৫ সালে হয়েছে ১০.২ লক্ষ কোটি টাকা। ব্যক্তিগত আয়কর বাবদ সরকারের আয় ২০১৪-১৫ সালে ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ সালে তা হয়েছে ১১.৮ লক্ষ কোটি টাকা। দেখা যাচ্ছে, কর্পোরেটদের কর বৃদ্ধির হার কম এবং ব্যক্তিগত আয়করের বৃদ্ধির হার বেশি হওয়ায় ব্যক্তিআয় কর বাবদ আয়  কর্পোরেট কর বাবদ আয়ের থেকে বেড়ে গিয়েছে। কর্পোরেট থেকে কর বাবদ আয় কমে গিয়েছে।  ২০১৪-১৫ সালে মোট কর বাবদ আয়ের ৩৪ শতাংশ ছিল কর্পোরেট কর। ২০২৪-২৫ সালে কর্পোরেট করের ভাগ কমে হয়েছে ২৬.৬ শতাংশ। অন্যদিকে ব্যক্তিগত আয়কর বাবদ আয় ছিল মোট করের ২০.৮ শতাংশ। তা বেড়ে হয়েছে ৩০.৯ শতাংশ। মোট কর থেকে রাজস্ব সংগ্রহে  কর্পোরেট কর বাবদ আয় কমেছে এবং ব্যক্তিগত আয়কর বাবদ আয় বেড়েছে।
মোট অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) কর্পোরেট কর বাবদ আয় গত দশ বছরে ৩.৪ শতাংশ থেকে কমে হয়েছে ৩.১ শতাংশ। ব্যক্তিগত আয়কর বাবদ সরকারের আয় জিডিপির ২.১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩.৫ শতাংশ।
মোদী সরকার বাজেটে এবারে কর্মসংস্থান সৃষ্টিতে কর্পোরেটকে ভরতুকি দিতে ইনসেনটিভ প্রকল্প চালু করেছে। কর্পোরেটকে বিপুল কর ছাড় দেওয়া হলেও তারা বিনিয়োগ বাড়ায়নি। ফলে অতিরিক্ত কোনও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। ইনসেনটিভের ভরতুকিতে কর্পোরেট কতটা উৎসাহী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তাই থেকেই যাচ্ছে।    
 

Comments :0

Login to leave a comment