Raghav Chadda

রঞ্জিত সিংহের সোনার সিংহাসন ফেরানোর দাবি চাড্ডার

জাতীয়

ব্রিটেন থেকে ফিরিয়ে আনা হোক মহারাজ রঞ্জিত সিংহের সোনার সিংহাসন। রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালিন সরকারের কাছে এই দাবি তুললেন আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

এদিন তিনি বলেন, ‘ব্রিটেন থেকে ফিরিয়ে আনা হোক রঞ্জিত সিংহের সিংহাসন। ভারতের ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তা দেশে ফিরিয়ে আনা দরকার।’ উল্লেখ্য লোকসভায় রাখা সেনগল রাজদন্ডের প্রতীক। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন তা লোকসভায় স্পিকারের পাশে রাখেন নরেন্দ্র মোদী। বিরোধীদের পক্ষ থেকে বার বার দাবি করা হয় গনতান্ত্রিক দেশে সংসদে রাজদ্বন্ডের প্রতীক না রেখে সংবিধান রাখা হোক সরকার তাতে কোন গুরুত্ব দেয়নি। উল্টে তারা বলেছে সেনগল ভারতীয় সংস্কৃতির প্রতীক। 

ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রঞ্জিত সিংহ। পাঞ্জাবকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি স্বক্রিয় ছিলেন।

এদিন চাড্ডা দাবি করেছেন ইতিহাসের পাঠ্য বইতে রঞ্জিত সিংহের শাসন কালে ইতিহাস এবং বিভিন্ন বিষয় যুক্ত করার জন্য। 

Comments :0

Login to leave a comment