Nadia

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে ভাঙচুর শক্তিনগর জেলা হাসপাতালে

জেলা

পথ দুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর চালালো মৃত শিশুর পরিবারের লোকজন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। স্থানীয় সূত্র খবর, পথ দুর্ঘটনায় আহত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ালদহ এলাকার একটি পরিবার। সেই পরিবারের সদস্য একটি শিশু গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর দীর্ঘ সময় চিকিৎসা না করে তাকে অন্য হাসপাতালে রেফার করার কথা বলে কর্তব্যরত চিকিৎসক। দীর্ঘক্ষন হাসপাতালে থাকার পর বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ । এরপরেই উত্তেজনার সৃষ্টি হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ভাঙচুর করা হয় হাসপাতালে জরুরি বিভাগ সহ হাসপাতালের হুইল চেয়ার টেবিল। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। 

মৃতের পরিবারের অভিযোগ। হাসপাতালে আনার পর প্রথমে চিকিৎসক শিশুটিকে কোনও রকম চিকিৎসা না করেই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার কথা বলেন। সেই মতো পরীক্ষা নিরীক্ষা করার পর বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে অভিযোগ। কর্তব্য রত চিকিৎসক নাকি শিশুটির শরীরে হাত দিয়ে পর্যন্ত দেখেনি সে কেমন আছে। এই অভিযোগ তুলেই হাসপাতাল ভাঙচুর করে রোগীর আত্মীয় পরিজনেরা। পুলিশ আসার পর কর্তব্যরত চিকিৎসকের গ্রেপ্তারের দাবি তোলা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment