পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজ হেদুয়াতে জলবায়ু ধর্মঘটের সমর্থনে মানববন্ধন। ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, বিজ্ঞানী তপন সাহা, কলকাতা জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক শেখ সোলেমান এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরা।
সব জায়গাতেই বেলা ১:৩০ থেকে ২টোর সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২১- ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ফ্রাইডেজ ফর ফিউচার এর আহ্বানে সারা বিশ্বে 'জলবায়ু ধর্মঘট' পালন চলছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৪ সারা রাজ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আহ্বান ও উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অফিস কর্মচারীসহ সমাজের বিভিন্ন অংশের মানুষদের নিয়ে ‘জলবায়ু ধর্মঘট’এ মিলিত হয়েছে। আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান মেলা কমিটি, হেদুযার ব্যবস্থাপনায় কলকাতায় ‘মানববন্ধন’ কর্মসূচী সহ পরিবেশ ও জলবায়ু রক্ষার আশু করণীয় বিষয় প্রচার মূল কর্মসূচি বেথুন স্কুলের সামনে বেলা ১টা -২টো পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবছরের মূল লক্ষ্য- জীবাশ্ম জ্বালানি কমানো বিকল্প শক্তির ব্যবহার বাড়ানো।
কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- অধ্যাপক প্রদীপ মহাপাত্র, সাধারণ সম্পাদক, পরিবেশ বিজ্ঞানী তপন সাহা, সেখ সোলেমান, সম্পাদক কলকাতা, ধন্যবাদ জ্ঞাপন করেন- সঞ্জয় ঘোষ। উওর কলকাতার ১০টি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এছাড়াও কলকাতায় ঢাকুরিয়া ব্রিজের পাশে ৬টি স্কুল, উপস্থিত ছিলেন- অধ্যাপক মৃদুল বোস, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়ার মেন গেটে শিক্ষক ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলন- অধ্যাপক প্রদীপ দাস প্রমুখ। এছাড়াও যাদবপুর, বেহালা, সিঁথি, কসবা সহ বিভিন্ন স্কুলে জলবায়ু ধর্মঘট পালিত হলো।
World Climate Change
জলবায়ু ধর্মঘটের সমর্থনে মানববন্ধন কলকাতায়
×
Comments :0