Cyclone Shakti

বঙ্গপোসাগরে তৈরি হতে পারে ঘুর্ণিঝড়

জাতীয় রাজ্য

বঙ্গপোসাগরে তৈরি হতে পারে ঘর্ণিঝড় ‘শক্তি’। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। আন্দামান সাগরে ১৬-২২ মে’র মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই নিম্নচাপ ২৩-২৮ মে’র মধ্যে ঘুর্ণিঝড়ের চেহারা নিতে পারে। বঙ্গপোসাগরে এই ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ১৭ মে উত্তর ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা আছে। ১৬-১৭ মে পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যের বৃষ্টির সম্ভাবনা আছে। তবে নিম্নচাপের আগে তাপপ্রবাহেরও সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।  

Comments :0

Login to leave a comment