এই ডুরান্ড কাপের দুই সেরা দলই মুখোমুখি হতে চলেছে শনিবারের ফাইনালে । এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ১৬ গোল করেছে নর্থইস্ট এবং ১২ গোল করেছে মোহনবাগান। তাই আজ রক্ষণের পরীক্ষা দুই দলেরই। শুক্রবারের প্রেস কনফারেন্সে কোচ মলিনা জানিয়েছিলেন যে দলগত সংহতিকে হাতিয়ার করেই তারা ফাইনালে বাজিমাত করতে চান। অপরদিকে , নর্থইস্টএর এইটা প্রথম ফাইনাল। তাই তারা আজ নিজেদের সেরাটা দিতে চাইবে। কোচ জুয়ান পেড্রোর মতে তারা সমস্ত ইতিহাস বদলাতেই মাঠে নামবে । তবে , চোটের কারণে আজকের ম্যাচেও নেই জেমি ও আশিক । নর্থইস্ট দলের উইং প্লে খুব ভাল হওয়ায় সেইটা আটকাতে ভরসা সেই শুভাশিষ। সেমিফাইনালে চোট লেগে বসে গেলেও আজ তিনি খেলবেন একদম প্রথম থেকেই। ২০২৩ এ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনালের পর ২০২৪ এও ফাইনালিস্ট দল মোহনবাগান। এর কারণ হিসেবে ফের একবার ম্যানেজমেন্টের প্রশংসা করে কোচ মলিনা জানিয়েছেন যে , অনেক ভালো ফুটবলার তার হাতে থাকায় রয়েছে অনেক অপশন। আইএসএল শুরুর আগেই যুবভারতীতে তাই অকাল দুর্গোৎসবের তোড়জোড় শুরু করে দেবে মোহনবাগান সমর্থকরা ।
নর্থইস্টএর সম্ভাব্য প্রথম একাদশ - গুরমিত ( গোলরক্ষক ) , দীনেশ, জাবাকো, বেম্মের, নেস্টর , আশির, মায়াকুন্নান, জিতিন, থৈ, সামতে ও আলেদাইন।
মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল ( গোলরক্ষক ) , শুভাশিষ, টম অ্যালড্রেড, আলবার্তো , থাপা , আপুইয়া, সাহাল, মানভির, লিস্টন, পেট্রাটস ও কামিংস ।
Comments :0