Saul Crespo

ডেঙ্গু আক্রান্ত সল ক্রেসপো

খেলা জেলা

শারোদৎসবের মুখে ডেঙ্গুর প্রকপ বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সল ক্রেসপো। ইস্টবেঙ্গল সূত্রের খবর, কেরালার ম্যাচের আগে থেকেই জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়েই ম্যাচ খেলেছেন তিনি। জ্বরের কারণে মঙ্গলবার অনুশীলন করেননি তিনি। ডেঙ্গু টেস্ট করানো হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট আসার পরে দেখা গিয়েছে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সামনেই এফসি গোয়া ম্যাচ। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। 
অন্যদিকে ধূপগুড়ি পৌর এলাকা সহ মহুকুমার বিভিন্ন  গ্রামে ডেঙ্গুর প্রভাব বাড়ছে।  নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি তিনজন। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি  ১ নং গ্রামপঞ্চায়েতের নিরঞ্জন পাঠ, মাগুরমারি  ২ নং গ্রামপঞ্চায়েতের  পশ্চিম  মল্লিকপাড়া এবং ঝার আলতা  ১ নং গ্রামপঞ্চায়েতের ডাউকিমারি এলাকার ডেঙ্গুর উপসর্গ নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। যাদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গুর উপস্থিতি পেয়েছে স্বাস্থ্য দপ্তর। বর্তমানে তারা  হাসপাতালে চিকিৎসাধীন। তবে সকলেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিরঞ্জন পাট এলাকার বাসিন্দা জবা রায়, পশ্চিম মল্লিক পাড়ার গৌতম রায় এবং ডাউকিমারির নন্দখালি পাড়া এলাকার বাসিন্দা জীবন সরকার তারা প্রত্যেকেই ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধিন। 
অন্যদিকে ধূপগুড়ি পৌর এলাকায় এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ ছাড়িয়ে গেছে বলে সূত্র মারফত জানা গেছে।  ডাউকিমারি বাজারের  এক ওষুধ  ব্যবসায়ী  অজয় সরকার  জানান, আমাদের আশপাশের বিভিন্ন  গ্রাম  এলাকায়  ১৫ থেকে  ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত। তারা হাসপাতালে  না গিয়ে   বাইরে রক্ত পরিক্ষা  করিয়ে প্রাইভেটে চিকিৎসক  দেখিয়ে  বাড়িতে  থেকে  চিকিৎসা  করছেন। স্বাভাবিকভাবে উৎসবের  মুখে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর সহ পৌর কর্তৃপক্ষের। ধূপগুড়ি হাসপাতালে ভর্তি থাকার পাশাপাশি সেই গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গুর উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন বলে খবর।


ধূপগুড়ি হাসপাতালে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত। ছবি সঞ্জিত দে।

ডেঙ্গু আক্রান্তের স্বামী বিশ্বজিৎ রায় জানান, সাত দিন থেকে জ্বরে আক্রান্ত তাঁর স্ত্রী। তিন দিন আগে রক্ত পরীক্ষা করার পর হাসপাতাল থেকে জানানো হয়েছে যে ডেঙ্গু হয়েছে। আমাদের পাড়ায় অনেকেই জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে ভুগছেন। আমাদের সন্দেহ তাদের রক্তের পরীক্ষা করলেও হয়তো ডেঙ্গু ধরা পড়বে। 
ধূপগুড়ি হাসপাতালের কর্তব্য রত চিকিৎসা প্রণয় দাস বলেন, ‘‘বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। যাদের মধ্যে একজন মহিলা দুজন পুরুষ। তারা প্রত্যেকে বর্তমানে সুস্থ রয়েছেন।’’

Comments :0

Login to leave a comment