Garbeta

তৃণমূল বিধায়কের হুমকি উপেক্ষা করে মিছিল করলেন গড়বেতা কলেজের পড়ুয়ারা

রাজ্য জেলা

তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রীর উষ্কানিমূলক মন্তব্যের পর থেকেই আরজি কর কাণ্ড নিয়ে এসএফআই ডিওয়াইএফআইয়ের ওপর আক্রমণ শুরু হয়েছে। বুধবার আক্রমণ হয় দূর্গাপুরে। শুরু দূর্গাপুর নয় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের ওপর আক্রমণ চলছে।
বৃহস্পতিবার সকালে গড়বেতা কলেজের পড়ুয়ারদের পক্ষ থেকে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিলের ডাক দেওয়া হয়। সাধারণ ছাত্র ছাত্রীদের সেই মিছিল আটকাতে সকাল সকাল কজেলে হাজির তৃণমূল বিধায়ক উত্তরা সিংহ হাজরা।


তবে বিধায়কের হুমকি উপেক্ষা করেই এসএফআইয়ের নেতৃত্ব মিছিল করেন পড়ুয়ারা। গড়বেতা কলেজ থেকে হাটতলা মোড় হয়ে বিডিও দপ্তর, থানা হয়ে আবারও কলেজ পর্যন্ত হলো জাস্টিস ফর আর জি কর  শ্লোগান মুখরিত মিছিল। উপস্থিত ছিলেন এসএফআই জেলা সভাপতি সুকুমার মাঝি, ছাত্র নেতা স্নেহাশিস ঘোষ প্রমুখ।
গতকাল মুখ্যমন্ত্রী দলের কর্মীদের বার্তা দেন ‘ফোঁস’ করার। তিনি বলেন, ‘‘বদলা নয় বদল চাই বলেছিলাম। তা বদলাতে হবে। যা ভালো বুঝবেন করবেন।’’

Comments :0

Login to leave a comment