Israel-Palestine conflict

তেল আভিভে ড্রোন হামলা হুথির, নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার ভোরে মার্কিন দূতাবাসের কাছে তেল আভিবের কেন্দ্রস্থলে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। প্যালেস্তিনীয় জনগণের সঙ্গে সংহতি ও ইজরায়েলের বিরুদ্ধে নয় মাস ধরে চলা যুদ্ধে হুতিরা বারবার ইজরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইজরায়েল বা তার পশ্চিমী মিত্ররা হামলা রুখে রেখেছিল।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে
হুতিদের দাবি, তাদের অত্যাধুনিক ড্রোনগুলো ইজরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোকা দিতে সক্ষম। তবে ইজরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র শুক্রবার বলেছেন, বিস্ফোরকবাহী ড্রোনটি বৃহস্পতিবার শনাক্ত করা হয়েছে। আকাশপথে আকর্মণের আসঙ্কা নিয়ে সামরিক বাহিনীর মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি, কারণ ইজরায়েলের প্রতিপক্ষরা কয়েক মাস ধরে এ ধরনের হামলার চেষ্টা করেছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
ইজরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তাদের এক বিমান হামলায় হেজবোল্লাহ কমান্ডার ও অন্যান্য উগ্রবাদী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর হুথি হামলা চালানো হয়।

Comments :0

Login to leave a comment