টানা বৃষ্টি ও ডিভিসি’র ছাড়া জলের তোড়ে ভেঙে গেলো ব্রিজ। শনিবার সকালে উদয়নারায়ণপুরের খোসালপুরে মান্দারিয়া খালের উপরে থাকা ঢালাই ব্রিজটি ভেঙে যায়। শুক্রবার রাত থেকেই ব্রিজে ফাটল দেখা গিয়েছিল। তারপরেই পিলার বসে গেলে ব্রিজটি ভেঙে যায়। এর ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন ব্রিজের দুই পাড়ে থাকা বাসিন্দারা।
জানা গেছে, ব্রিজটি প্রায় ৬০ বছরের পুরানো। এই ব্রিজ দিয়ে দুই পারের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করতেন। এছাড়াও টোটো ও ছোট যানবাহন চলতো ব্রিজের উপর দিয়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাল দিয়ে প্রবল তোড়ে জল যাওয়ায় ব্রিজের পিলারের নিচের বালি সরে যাওয়ায় সেটি বসে যায়। ফলে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় খোসালপুরের সঙ্গে পাড় খোসালপুরের যোগাযোগ পুরোপরি বিছিন্ন হয়ে পড়েছে। দুই পারের বাসিন্দারা জমিতে যেতে পারছে না। ফলে জমির ফসল জমিতেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও পড়ুয়ারাও যেতে পারছে না স্কুলে। অনেকটা দূরে চালতাখালি দিয়ে রাস্তা থাকলেও অত ঘুরে যাওয়া সম্ভব হচ্ছে না গ্রামবাসীদের। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, এই ব্রিজের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেটি ভেঙে পড়েছে। অতি দ্রুত এই এলাকায় নতুন ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।
Udaynarayanpur Bridge
ভেঙে পড়ল উদয়নারায়ণপুরের ব্রিজ
×
Comments :0