রবিবার আইপিএলের সুপার সানডে। রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ৩:৩০টেয় ওয়াংখেড়েতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে নামবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সন্ধ্যা ৭:৩০টায়। দিল্লিতে জন্ম বিরাট খেলবেন তার জন্মস্থানের দলের বিরুদ্ধে। সঞ্জীব গোয়েঙ্কার দল মনের মতো পারফর্ম করতে পারছেননা। নিলামে সর্বোচ্চ ২৭কোটি অর্থমূল্যে ঋষভ পন্থকে নেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশাপূরণে ব্যর্থ তিনি। এই ম্যাচটি মূলত হতে চলেছে বুমরাহ বনাম নিকোলাস পুরানের মধ্যে। অন্যদিকে দিল্লিতে জন্মানো বিরাট খেলবেন তার জন্মস্থানের দলের বিরুদ্ধে । গত ম্যাচে লখনৌকে হারিয়ে টগবগিয়ে ফুটছে অক্ষর প্যাটেলের দিল্লি। রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। ফলে বেঙ্গালুরুকে অনেক কাঠখড় পোড়াতে হবে দিল্লির ঘরের মাঠে দিল্লিকে হারানোর জন্য।
indian premier league
আইপিএলে রবিবার জোড়া ম্যাচ

×
Comments :0