দিল্লিতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর এ.কে. গোপালন ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিক্রিতে শ্রদ্ধা জানালেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, বৃন্দা কারাত, এম এ বেবি। কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দলীয় দপ্তরের কর্মীরাও শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার সকাল ৮:২০ মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) পলিটব্যুরোর প্রাক্তন সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়ানের খবর পেয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
আগামীকাল হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রা। তাঁর ইচ্ছা অনুযায়ী এনআরএস হাসপাতালে দেহদান করা হবে।
Comments :0