Manik Sarkar

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে মানিক সরকারের শোক প্রকাশ

রাজ্য

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেছেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর স্ত্রী এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’’

তিনি আরও বলেন, ‘‘যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন সহ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও পর্যায়ক্রমে মুখ্যমন্ত্রী হিসেবে সমগ্র দেশের সামনে বিকল্পের দিশা দেখাতে বুদ্ধদেব ভট্টাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। দীর্ঘ সময়ব্যাপী অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন। সক্রিয় ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না। কিন্তু তা সত্বেও তাঁর উপস্থিতির গুরুত্ব ও তাৎপর্য ছিল। তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট তথা বাম গণতান্ত্রিক আন্দোলনের একটি অধ্যায়ের অবসান হলো। একটি শূন্যতা তৈরি হল। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট তথা বাম গণতান্ত্রিক আন্দোলন সম্মিলিত আন্দোলন সংগ্রামের ধারায় এই শূন্যতা অতিক্রম করতে সক্ষম হবেন বলেই দৃঢ় বিশ্বাস। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি স্মরণীয় এবং অমলিন থাকবে।’’

Comments :0

Login to leave a comment